• ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে আপনাকে স্বাগতম
  • ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৫ সালে স্থাপিত হয়। স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদ্বয়ের প্রচেষ্টায় সাতক্ষীরা আশাশুনি সড়কের পশ্চিম পার্শ্বে ২ একর ৮৬ শতক জমির উপরে স্কুলটি স্থাপিত হয়। স্থানীয় জমিদার বাবু পশুপতি ঘোষ উক্ত জমিটি দান করেন। সেই সময়ের স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান সাহেব মোহাম্মাদ হোসেন সরদার, এ্যাডভোকেট এজহার আলী সানা, শেখ শামছুদ্দীন আহমেদ লক্ষীকান্ত মল্লীক সহ এলাকার সুধী জনের প্রচেষ্টায় স্থাপিত স্কুলটি অদ্যবদি সাফল্যের সহিত তার কাযক্রম পরিচালিত হচ্ছে। ২০০৯ সালের ৩১ শে ডিসেম্বর আমি উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পর হতে নিরলশ ভাবে সমৃদ্ধ প্রতিষ্ঠানটির সেবা করে যাচ্ছি। ১৩ জন শিক্ষক ৩ জন কমচারী উক্ত প্রতিষ্ঠানে কমরত। তারাও নিরলশভাবে কাজ করে যাচ্ছে। আমি উক্ত প্রতিষ্ঠানটির সাবিক সাফল্য কামনা করছি।

    • সভাপতির বাণী
  • এস,এম, শহিদুল ইসলাম
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • মমিনুর রহমান
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology