- মো:নুরুল আমিন লাভলু

মো: নূরুল আমিন লাবলু ১৯৭২ সালের ৬ অক্টোবর সাতক্ষীরা সদর থানার ধুলিহার সরদারপাড়ায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
প্রাথমিক শিক্ষা গ্রামের বিদ্যালয়ে, এরপর নানাবাড়ি ব্রহ্মরাজপুর সরদারবাড়িতে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা। ডিবি ইউনাইটেড হাইস্কুল থেকে কৃতিত্বের সঙ্গে ১৯৮৮ সালে এসএসসি এবং কলারোয়া সরকারি কলেজ থেকে ১৯৯০ সালে মানবিক বিভাগে এইচএসসি পাশ করেন।
১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, ১৯৯৩ সালে বিএ (অনার্স) এবং ১৯৯৪ সালে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে তিনি শীর্ষস্থানীয় ইউনাইটেড গ্রুপে পেশাগত জীবন শুরু করেন এবং প্রায় দুই যুগ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ঢাকায় অবস্থিত একটি বিদেশি প্রতিষ্ঠানে হেড অফ কোম্পানি অ্যাফেয়ার্স পদে কর্মরত।
নুরুল আমিন সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তিনি রোটারি ক্লাব ঢাকা ফোর্ট-এর সদস্য, মোহামেডান ক্লাবের ফুটবল কমিটির কার্যকরী সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য এবং ১৯৯০-৯১ ব্যাচের সাধারণ সম্পাদক।
এছাড়া তিনি কলারোয়া কলেজ এক্স-স্টুডেন্ট ফোরামের যুগ্ম সম্পাদক, সাতক্ষীরা সিটি কলেজের গভর্নিং বডির সভাপতি এবং ডিবি ফ্রেন্ডস অ্যান্ড স্পোর্টস ক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর পিতা ছিলেন গৃহস্থ এবং মাতা গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। স্ত্রী তানজিমা সুলতানা ও দুই ছেলে নিয়ে তাঁর পরিবার।
নুরুল আমিন মানবিক, সামাজিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত। এলাকায় মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট নির্মাণ এবং বিদ্যুতায়নের মতো বহু জনকল্যাণমূলক কাজে তাঁর অবদান রয়েছে।
মো:নুরুল আমিন লাভলু
সভাপতি
ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়